৳ 400
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
ভূমিকা : যাঁরা লেখালেখির মধ্যে আছেন অথবা কোনো মুদ্রণ ও প্রকাশনা কর্মে নিয়োজিত কিংবা আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতায়-তাঁদের কাছে কোনো পাঠ (Content) তৈরিকরণ থেকে শুরু করে প্রুফ সংশোধন ও সম্পাদনা হলো একেকটি অপরিহার্য টেকনিক্যাল হাতিয়ার বা কৌশল। এতদঞ্চলে আমরা অনেকেই লেখালেখি করে থাকি কিন্তু লেখার মধ্যে যে কত ভুল থেকে যায় তা নিয়ে আমরা অনেকাংশই খুব ভালো নজর দেই না। এছাড়া যেকোনো লেখার জন্য যথাযথ বিষয় নির্বাচনও খুব জরুরি। আবার সেই লেখার যে চূড়ান্ত পরিণতি অর্থাৎ যথাযথ 'প্রকাশ'-তার দিকে আমাদের মনোনিবেশ তো খুবই কম। যেসব পাঠকেন্দ্রিক (Texual) প্রকাশিত দ্রব্যসমূহ আমরা দেখি সেসবের মধ্যে প্রায়ই পাঠযোগ্যতা (Readability) ও স্পষ্টতা (Legibility) থাকে না, যে কারণে সেটি সুখপাঠ্য এবং চোখের জন্য স্বস্তিদায়ক হয় না। কারণ লেখা লিখলেই হয় না; সেটি পরিশুদ্ধ ও পরিশীলিতভাবে লিখতে হয়। শব্দচয়ন, বাক্যগঠন থেকে শুরু করে কোনো লেখার শক্ত বাঁধুনি ও সংযোগ (Organization and Linkage) বজায় রাখা এবং সেসব রচনার প্রুফ সংশোধন ও সম্পাদনা যথাযথ হয়েছে কি না কিংবা তার ভাষাগত ও আলংকারিক (Graphical) অবয়বটি ঠিক হয়েছে কি না সেদিকে লক্ষ করাও একেকটি গুরুত্বপূর্ণ দায়দায়িত্ব। কারণ একটি ভালো লেখার প্রকাশযোগ্য অবয়বটি ভালো না হলে সেটি যেমন পণ্য হিসেবে বিকোয় না আবার একটি খারাপ পাঠ (Substandard Text) যত ভালো অবয়বেই উপস্থাপন করা হোক না কেন তাও বাজারে এবং পাঠকের মনোজগতে ঢুকতে পারবে না। এ রকম অনেক দৈন্যের মাঝেও একটি চওড়া হাসির আলো নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে মুদ্রণ ও প্রকাশনা জগতে সতত ক্রিয়াশীল হাসান রাউফুনের লেখা 'পাণ্ডুলিপি থেকে বই' শীর্ষক গ্রন্থখানি। ব্রিটিশ ঔপন্যাসিক ও ব্যাখ্যাকার উইলিয়াম থ্যাক্রে (Thakeray) বলেছেন-A good laugh is a sunshine in a house. হাসান রাউফুনের গ্রন্থখানি আমাদের মুদ্রণ ও প্রকাশনা জগতে একটি যেন চওড়া হাসির আলো। তাঁর এ গ্রন্থে রয়েছে পাণ্ডুলিপি রচনা থেকে শুরু করে তার প্রুফরিডিং ও সম্পাদনা, গ্রন্থের প্রকাশযোগ্য নির্মাণের সকল পন্থা-পদ্ধতি অর্থাৎ অক্ষর যোজনা থেকে মুদ্রণ এমনকি বাঁধাই পর্যন্ত এবং সে গ্রন্থের বিপণন থেকে রিভিউ ও সমালোচনা পর্যন্ত। পাণ্ডুলিপি প্রণয়ন থেকে শুরু করে একটি গ্রন্থের মুদ্রণ ও প্রকাশনা পর্যন্ত বিভিন্ন ধাপ সম্পর্কে এমন একটি বিস্তৃত ও সম্পূর্ণ বই আমাদের এখানে চলমান এ ধরনের বইয়ের শূন্যতা পূরণ করবে। এ গ্রন্থে মুদ্রণ ও প্রকাশনা বিষয়ে বিস্তৃত জ্ঞানের পাশাপাশি অসংখ্য খুঁটিনাটি এবং প্রায়োগিক ও টেকনিক্যাল বিষয়ে যে আলোচনা করা হয়েছে তা এই শাখার জ্ঞান-অন্বেষকদের আকাঙ্ক্ষা যারপরনাই তৃপ্ত করবে। গ্রন্থটি শুধু মুদ্রণ ও প্রকাশনা জগতের পেশাজীবীদের সাহায্য করবে তাই নয় এটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠ্য মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতাসহ বিভিন্ন প্রায়োগিক ডিসিপ্লিনের শিক্ষার্থীদের প্রভৃত সাহায্য করবে। এ জন্য হাসান রাউফুন হৃদয়ের অন্তস্তল থেকে নিঃসৃত ভালোবাসা ও ধন্যবাদ পাবার যোগ্য। অলংকারশ্রষ্টা ইংরেজ লেখক ফ্রান্সিস বেকন (Francis Bacon) বলেছিলেন-Some books are to be tasted, others to be swallowed and some few to be chewed and digested. বিষয়বস্তুর প্রকৃতি ও টেকনিক্যালিটির কারণে হাসান রাউফুনের গ্রন্থখানি শুধু স্বাদগ্রহণ অথবা গলাধঃকরণের বিষয় নয় বরং গ্রন্থটি রোমন্থনও করতে হবে এবং এর সম্পূর্ণ হৃদয়ঙ্গম করতে হবে। যাঁরা করতে পারবেন তাঁরাই প্রকাশনা জগতে তাঁদের নিজ নিজ কর্মক্ষেত্রে উজ্জ্বল আলো ফেলতে পারবেন। এ গ্রন্থের সম্ভাবনাময় পাঠকদের নিরন্তর শুভেচ্ছা জানাই।
Title | : | পাণ্ডুলিপি থেকে বই (হার্ডকভার) |
Publisher | : | সাহিত্যদেশ |
ISBN | : | 9789849880738 |
Edition | : | 1st Published, 2024 |
Number of Pages | : | 160 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
Reviews and Ratings
How to write a good review
৳ 0